Site icon Jamuna Television

ঈদের তৃতীয় দিনেও ঢাকার বিনোদনকেন্দ্রগুলোতে ভিড়

ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোতে মানুষের ভিড় ছিল। বৃহস্পতিবার (৫ মে) সকাল থেকে ঢাকার বিনোদনকেন্দ্র বিশেষ করে চিড়িয়াখানায় বাচ্চাদের উপস্থিতি চোখে পড়ার মতো।

বিনোদনকেন্দ্রগুলোতে শিশু-কিশোর, তরুণ-তরুণী সব বয়সের মানুষ ঈদের আনন্দ উদযাপন করার জন্য ভিড় করেছে। চিড়িয়াখানায় কেবল বানর নয়, বাঘ ও সিংহের খাঁচার সামনে কৌতুহলীদের উপস্থিতিই অনেক বেশি। ঈদের আনন্দ আরো একটু বাড়িয়ে নিয়ে বাচ্চাদের নিয়ে অভিভাবকরা ভিড় করছেন বিনোদনকেন্দ্রগুলোতে। গত দুই বছর করোনার কারণে ঈদে ঘুরতে না পারায় এ বছর বিনোদনকেন্দ্রগুলোতে ভিড় বেশি রয়েছে।

/এমএন

Exit mobile version