সব ধরনের সয়াবিন তেলের দাম বাড়িয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন। লিটার প্রতি খোলা তেল ৪০ টাকা এবং বোতলজাত তেলের দাম এক লাফে বেড়েছে ৩৮ টাকা।
বৃহস্পতিবার (৫ মে) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর ফলে সয়াবিন তেলের নতুন দর হয়েছে খোলা তেল প্রতি লিটার ১৮০ টাকা এবং বোতলজাত তেল ১৯৮ টাকা। আর ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ধার্য করেছে ৯৮৫ টাকা। একইসঙ্গে পাম অয়েলের দাম বাড়িয়ে ১৭২ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে নতুন দর কার্যকর হবে।
/এমএন

