রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. রনি (৪০) নামের এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মে) দিবাগত রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
রাতে মাতুয়াইল মেডিকেলের সামনে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
/এডব্লিউ
Leave a reply