পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফের তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবারের (৫ মে) এ হামলায় গুরুতর আহত হয়েছে কমপক্ষে ১৬ ফিলিস্তিনি। খবর আল জাজিরার।
দখলকৃত পূর্ব জেরুজালেমে এদিন মসজিদে ইহুদিদের প্রবেশ নিয়ে প্রতিবাদের জেরে ফিলিস্তিনিদের ওপর চড়াও হয় নিরাপত্তা বাহিনী। ফিলিস্তিনিদের ওপর নিক্ষেপ করা হয় টিয়ার শেল ও রাবার বুলেট। এর প্রতিবাদে শুরু হয় সংঘাত। এদিন শিশুসহ অন্তত ৫০ জনকে গ্রেফতার করে ইসরায়েলি বাহিনী। রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর প্রহারে দুইজন আহত হয়েছে। তাদের নেয়া হয়েছে হাসপাতালে। ঘটনার পর মসজিদ প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ।
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের সুরক্ষায় বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ ১০ দিনের বিরতির পর রমজানের শেষ দিনগুলোতে পুনরায় শুরু হয়, যাতে বৃদ্ধি পায় উত্তেজনা। বৃহস্পতিবার এক বিবৃতিতে হামাস বলেছে, বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ সরাসরি উস্কানি এবং ব্যাপক বিস্ফোরণের হুমকি, যার জন্য দখলদার সরকার সম্পূর্ণ দায় বহন করবে।
আরও পড়ুন: একদিনে নিহত ৬শ ইউক্রেন সেনা, দাবি ক্রেমলিনের
/এম ই
Leave a reply