দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি

|

দেশের প্রধান দুই ফেরিঘাটেই বেড়েছে যাত্রীদের চাপ। দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটের দৌলতদিয়া প্রান্তে যানবাহনের প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ সারি নদী পারাপারের অপেক্ষায় রয়েছে।

মাদারীপুরের বাংলাবাজারে তৈরি হয়েছে মোটরসাইকেল, মিনি ট্রাক ও ব্যক্তিগত যানের লম্বা সারি। ফেরি পারাপারের জন্য রাত থেকেই অপেক্ষা করছে অনেক যাত্রী। গত দিনের তুলনায় এ রুটে যাত্রীচাপ বেড়ে যাওয়ায় অপেক্ষার প্রহর দীর্ঘ হচ্ছে।

এদিকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটের চিত্রও ভিন্ন নয়। রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ সারিতে অপেক্ষা করছে যাত্রী ও পণ্যবাহী যান। মাঝরাতে এসেও ফেরিঘাটের দেখা পায়নি বেশিরভাগ গাড়ি। ভোগান্তিতে ভারি হচ্ছে অভিযোগের পাল্লা।
আরও পড়ুন: রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ভ্রমণ, জরিমানা করায় বরখাস্ত হলেন টিটিই
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply