কেরানীগঞ্জে চাঁদা না পেয়ে ২ জনকে কুপিয়েছে সন্ত্রাসীরা

|

ঢাকার কেরানীগঞ্জে চাঁদা না পেয়ে দুই জনকে কুপিয়েছে সন্ত্রাসীরা। এসময় ৫ লাখ টাকা লুটের অভিযোগও করেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (৫ মে) বিকেলে কেরানীগঞ্জ থানার কানারচর এলাকার শুক্কুর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। শনিবার সকালে কেরানীগঞ্জ থানায় অভিযুক্ত মিন্টুসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

ভুক্তভোগীরা জানায়, তারা দীর্ঘ দিন ধরে জমির ব্যবসা করে আসছেন। প্রতিটি জমি ক্রয়-বিক্রয়ের সময় মোটা অংকের টাকা চাঁদা দাবি করে মিন্টু গ্রুপ। নতুন একটি জমি বিক্রি করার সময়ও তারা চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় গতকাল জমি বিক্রির বায়নার টাকা নিয়ে বাড়ি ফেরার সময় শুক্কুর আলী ও বাবুল মিয়ার কে মিন্টু ও তার দল হামলা করে। এ সময় শুক্কুর আলী বাড়ির ভেতরে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে মিন্টু ও তার বাহিনী বাড়ির ভেতরে প্রবেশ করে কুপিয়ে শুক্কুর আলীসহ ৮ থেকে ১০ জনকে আহত করে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

পুলিশ জানায়, দীর্ঘ দিন ধরে অভিযুক্ত মিন্টু স্থানীয় শুক্কুর আলী ও বাবুল মিয়ার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে মিন্টু তার লোকজন নিয়ে তাদের কুপিয়ে জখম করে বলে অভিযোগ এসেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ এরই মধ্যে কাজ শুরু করেছে।

এনবি/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply