কমলাপুর রেলস্টেশনের ভেতরে কনটেইনারের আগুন নিয়ন্ত্রণে

|

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ভেতরে একটি কনটেইনারে লাগা আগুন নিভেছে। ফায়ার সার্ভিসের ২ ঘন্টার চেষ্টায় সন্ধ্যা ৬টা নাগাদ নিয়ন্ত্রণে আনা হয় আগুন। বিকেল পৌনে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

কনটেইনারে আগুন লেগে পুড়ে গেছে আমদানী করা বেশ কিছু ইলেকট্রনিক পণ্য। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বিকেল সাড়ে তিনটা নাগাদ একটি কনটেইনার থেকে ধোঁয়া বেরুতে দেখেন তারা। নিজস্ব অগ্নিনির্বাপন যন্ত্রে চেষ্টা করেন আগুন নিয়ন্ত্রণের। ব্যর্থ হয়ে পৌনে চারটায় খবর দেন ফায়ার সার্ভিসকে। ৪ টা থেকে ফায়ারের ৩ ইউনিট যন্ত্রের সাহায্যে কনটেইনারটি নামিয়ে আনা হয়। ১ ঘণ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কনটেইনার খোলার পর দেখা যায়, চীন ও তাইওয়ান থেকে আমদানি করা বৈদ্যুতিক সরঞ্জাম। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, তীব্র গরমে আমদানি পণ্যের সাথে থাকা ব্যাটারিতে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply