কাঁচে পা কেঁটে আহত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। দ্রুতই তাকে নেয়া হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। ২৭টি সেলাই লেগেছে ম্যাশের বাঁ পায়ের গোড়ালির নিচে। এখন তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
শনিবার (৭ মে) নিজ বাসার একটি কাঁচের টেবিলের সাথে ধাক্কা লেগে আহত হন নড়াইল এক্সপ্রেস। টেবিলটির সাথে ধাক্কা লাগার পর থেকে তার পেছন দিকে কাঁচ পড়ে কেটে যায় তার পা।
জানা গেছে, এ দুর্ঘটনার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় মাশরাফীকে। সেখানে তার পায়ে ২৭টি সেলাই করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে ছাড়েন হাসপাতাল। তবে লম্বা সময়ের জন্য বিশ্রামে থাকতে হবে মাশরাফীকে।
/এসএইচ
Leave a reply