ফরিদপুর প্রতিনিধ:
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া নামক স্থানে বাস চাপায় রাইসা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় শিশুটির মা মিনা বেগমসহ ৩ জন আহত হয়।
শনিবার (৭ মে) বিকাল ৫ টায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাইসা মুকসুদপুর উপজেলার রিশাতলা গ্রামের রবিউল ইসলামের মেয়ে।
নিহতের মামা শাহিন মিয়া জানান, রাইসা তার মায়ের সাথে নগরকান্দা থেকে নানা বাড়ি ভাঙ্গা উপজেলার আড়য়াকান্দি গ্রামে আসছিল। পথিমধ্যে নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া বাজারের কাছে আসলে খুলনাগামী খানজাহান আলী পরিবহন নামের একটি বাস তাদের ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাইসার মৃত্যু হয়।
এ ঘটনায় তাসমিন আক্তার (৪) নামের এক শিশুসহ ৩ জন আহত হয়। তাসমিন নগরকান্দা উপজেলার গোয়ালদি গ্রামের ইমরুল হোসেনের মেয়ে। উত্তেজিত জনতা সড়কে টায়ার জ্বালিয়ে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। এতে বেশ কিছুক্ষণের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে ও নগরকান্দা থানা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হামিদ আহম্মেদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে শিশু রাইসার মরদেহ উদ্ধার করেছি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান জানান, শিশু নিহতের ঘটনায় এলাকাবাসী আবেগের বশবর্তী হয়ে উত্তেজিত হয়ে যায়। তারা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। পরে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
এনবি/
Leave a reply