তৃতীয়বারের মতো লন্ডনের ‘টাওয়ার হ্যামলেটস’ এর মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর রহমান। শুক্রবার (৬ মে) সন্ধ্যায় তাকে নতুন মেয়র ঘোষণা করা হয়। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন তিনি। মেয়র হিসেবে এ দফাও জনগণকে সেবাদানের প্রত্যাশা তার। এ নির্বাচনকে ঘিরে লন্ডনের টাওয়ার হ্যামলেটসে দিনভর চলে টানটান উত্তেজনা। মেয়র পদের লড়াইয়ে অ্যাসপায়ার পার্টির প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফর রহমান ও লেবার পার্টির জন বিগসের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই।
এই জয়ে উচ্ছ্বসিত টাওয়ার হ্যামলেটের বাংলাদেশি কমিউনিটি। সব সময় জনগণের পাশে থাকার অঙ্গীকার নবনির্বাচিত মেয়রের। এর আগে ২০১০ সাল ও ২০১৪ সালে দু’দফা মেয়র নির্বাচিত হন লুৎফর রহমান। তবে, ২০১৫ সালে দুর্নীতি এবং অনিয়মের দায়ে তাকে ৫ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করেছিল নির্বাচনী আদালত।
এরপর দীর্ঘ ৭ বছর পর নানা চড়াই-উতরাই কাটিয়ে আবারও ফিরে আসেন রাজনীতির মাঠে। মেয়র নির্বাচনে জয় ছিনিয়ে নিয়ে প্রমাণ করলেন নিজের জনপ্রিয়তা। নির্বাচনী প্রচারণায় সোচ্চার ছিলেন জনগণের কর, বেকারত্বের হার কমানোসহ ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের মতো ইস্যুগুলোতে।
এ বছর নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার প্রার্থীর তুলনায় ৭ হাজার ৩১৭ ভোট বেশি পেয়েছেন তিনি। লুৎফর রফমান পেয়েছেন ৪০ হাজার ৮০৪ ভোট। প্রতিপক্ষ জন বিগস পেয়েছেন ৩৩ হাজার ৪৮৭ ভোট।
/এমএন
Leave a reply