সয়াবিন তেল নেই নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ পাইকারি বাজারে। ডিলার ও পাইকাররা বলছেন, ঈদের ৮ দিন আগে মিল থেকে কন্টেইনার ও খোলা সোয়াবিন তেল সরবরাহ বন্ধ করে দেয়ায় দেখা দিয়েছে এমন সঙ্কট। পাইকার ও মিল কর্তৃপক্ষ দোষ চাপাচ্ছেন একে অপরের উপর।
নারায়ণগঞ্জের দ্বিগুবাবুর বাজার, মাসদাইর, বৌ-বাজারসহ নারায়ণগঞ্জের বেশিরভাগ খুচরা বাজারেই তেলের দেখা নাই। এখানকার ব্যবসায়ীরাও তাকিয়ে আছেন নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের দিকে। তবে পাইকারি ব্যবসায়ীদের দাবি, মিল থেকে বন্ধ সরবরাহ। যে কারণে সঙ্কট দিনকে দিন তীব্রই হয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, ঈদের ছুটির পর তেলের দাম সমন্বয়ের কথা রয়েছে। সেই বিবেচনায় মিল থেকে পাওয়া যাবে নতুন দর। এরপর ডেলিভারি বা সাপ্লাই অর্ডারে পাওয়া যাবে পণ্য। সেই তেল পণ্য বাজারে পৌঁছাতেও লাগবে দুই থেকে তিন দিন। এরপর স্বাভাবিক হবে সরবরাহ। তবে তেলের মূল্যের চলমান ঊর্ধ্বগতির জন্য গোপনে মজুদ করার অভিযোগকে নাকোচ করেছেন ব্যবসায়ীরা।
মিল থেকে সরবরাহ বন্ধ থাকায় রাজধানীর মৌলভীবাজারসহ অন্য পাইকারদের কাছ থেকে নেয়া পণ্যে ক্রেতাদের চাহিদা পূরণ করা হচ্ছে বলেও জানান ব্যবসায়ীরা।
এসজেড/
Leave a reply