সোমবার (৯ মে) দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উদযাপন করতে যাচ্ছে রাশিয়া। বিজয় দিবসে পুতিন ইউক্রেনে আনুষ্ঠানিক যুদ্ধের ঘোষণা দিতে পারেন বলে আশঙ্কা পশ্চিমা সামরিক বিশেষজ্ঞদের। রাশিয়ার এই বিজয় দিবসকে সামনে রেখে তাই নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো। খবর সিএনএনের।
রোববার (৮ মে) প্রকাশিত সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ও সোমবার কিয়েভবাসীকে নিজ নিজ বাড়ির ভেতরে থাকার আহ্বান জানিয়েছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো। তার আশঙ্কা, সোমবার ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধের ঘোষণা করতে পারেন পুতিন।
মেয়র ক্লিটসকো বলেন, কেউ ফুল দিতে চাইলে ব্যক্তিগতভাবে তা নিশ্চয়ই নিতে পারবেন। তবে আপনাদেরকে অবশ্যই যুদ্ধকালীন নিরাপত্তার নিয়মাবলি মাথায় রাখতে হবে, আশা করছি কিয়েভবাসী বিমান হামলার সাইরেন অবজ্ঞা করবেন না। আমরা শহরে টহল বাড়ানোর কথা ভাবছি।
চলমান পরিস্থিতিতে দিনটির প্রতীকী তাৎপর্য এবং প্রচারণার গুরুত্ব কাজে লাগাতেই পুতিন হয়তো এদিন ইউক্রেনে বড় ধরনের যুদ্ধের ঘোষণা দিতে পারেন বলে আশঙ্কা পশ্চিমা সামরিক কর্মকর্তাদের।
প্রসঙ্গত, ১৯৪৫ সালে শেষ হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসি বাহিনীকে পরাজিত করার স্মরণে প্রতিবছর ৯ মে বিজয় দিবস পালন করে থাকে রাশিয়া।
/এসএইচ
Leave a reply