কিউবার রাজধানী হাভানায় পাঁচ তারকা হোটেলে বিস্ফোরণে এখন পর্যন্ত ৩২ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
কিউবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানাচ্ছে, গুরুতর অগ্নিদগ্ধ আরও ৮০ জন। যাদের হাসপাতালে চিকিৎসা চললেও ১০ জনের অবস্থা সংকটাপন্ন। প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও নিখোঁজ ১৯ জন। তাদের উদ্ধারে চলছে তল্লাশি অভিযান। প্রাথমিক তদন্ত অনুসারে, গ্যাস লিকেজ থেকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
কিউবার প্রেসিডেন্ট জানিয়েছেন, এর সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই। করোনা মহামারির কারণে হোটেলটি গেলো দুই বছর বন্ধ ছিল। ১০ তারিখ খোলার কথা ছিল সারাতোগা নামের হোটেলটি।
/এডব্লিউ
Leave a reply