একই জায়গায় ঈদ পুনর্মিলনীর ঘোষণা, ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

|

চাঁদপুরের ফরিদগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। রোববার (৮ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এখনও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, সম্প্রতি ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের দুটি কমিটি দেয়া হয়েছে। একটি কমিটি অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ অপরটির মৌখিক অনুমোদন দেয় স্থানীয় এমপি মুহাম্মদ সফিকুর রহমান। আজ বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বিকেল ৩টায় ঈদ পুনর্মিলনীর আয়োজন করে পৌর ছাত্রলীগ। বর্তমান এমপির একটি গ্রুপও একই স্থানে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে।

দ্বন্দ্বের সম্ভাবনা থাকায় পুলিশ সমাবেশ বন্ধ করে দেয়। এর পরই ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা শুরু হয়। আহতদের মধ্যে চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপন ও মশিউর রহমান মিঠু, ছাত্রলীগ কর্মী রুবেল ও মুছাসহ রয়েছেন ১০জন।

পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করে। এ বিষয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, খবর শুনে ফরিদগঞ্জে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিত স্বাভাবিক আছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply