সিরিয়ায় ১ কোটি ২৩ লাখ শিশুর জরুরিভিত্তিতে সহায়তা প্রয়োজন। নতুন এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক কমিশন ইউনিসেফ।
ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে, এক দশক আগে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর যেকোনো সময়ের তুলনায় সিরিয়ার অনেক বেশি সংখ্যক শিশুর সহায়তা প্রয়োজন। শঙ্কা জানিয়ে বলা হয়, এসব শিশুদের জন্য দিন দিন কমছে অর্থ সহায়তা। ইউক্রেন সংকটের ফলে বিশ্বব্যাপী বাড়ছে খাদ্যসহ নিত্যপণ্যের দাম। ফলে অনেক পরিবার প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে।
জাতিসংঘ বলছে, এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে শিশুরা। চলতি বছর প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম তহবিল পেয়েছে ইউনিসেফ।
/এমএন
Leave a reply