নওয়াজ শরিফের বিরুদ্ধে ভারতে প্রায় ৫শ’ কোটি ডলার পাচারের অভিযোগ

|

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে এবার ভারতে প্রায় ৫শ’ কোটি ডলার পাচারের অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতে, মঙ্গলবার তার বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা- ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। এক বিবৃতিতে এ তথ্য জানান, সংস্থাটির চেয়ারম্যান বিচারপতি জাভেদ ইকবাল।

তিনি বলেন, সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নেয়া হয়েছে এ পদক্ষেপ। দাবি করা হয়, বিশ্ব ব্যাংকের মাইগ্রেশন অ্যান্ড রেমিট্যান্সেস বুক- ২০১৬-তে নওয়াজের এ অর্থপাচারের উল্লেখ রয়েছে।

এ দাবি প্রত্যাখ্যান করে পাল্টা বিবৃতিতে বিশ্ব ব্যাংক জানিয়েছে, ওই প্রতিবেদনে অর্থপাচারের মতো কোনো ঘটনা বা এর সাথে জড়িত কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। এর আগে পানামা পেপার্স কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে প্রধানমন্ত্রীত্ব, এমনকি দলীয় সভাপতির পদও ছাড়তে হয় নওয়াজকে; আজীবনের জন্য নিষিদ্ধ হন নির্বাচনেও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply