আজ মালয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। স্থানীয় সময় সকাল ৮টার দিকে শুরু হয় ভোটগ্রহণ; চলবে বিকাল ৫টা পর্যন্ত।
পার্লামেন্টের নিম্নকক্ষে ২২২ আসনের সবগুলোতেই হচ্ছে নির্বাচন। সরকার গঠনের জন্য দরকার, দুই-তৃতীয়াংশ আসনে জয়। এবারের, নির্বাচন হচ্ছে একসময়ের গুরু-শিষ্য, মাহাথির মোহাম্মদ এবং প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মধ্যে।
জরিপের আভাস, হাড্ডাহাড্ডি লড়াইয়ে পড়তে যাচ্ছে দু’পক্ষই। অবশ্য গণমাধ্যম বলছে- এ নির্বাচন রাজনীতিতে নাজিব রাজাকের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। দুর্নীতিগ্রস্ত নাজিব প্রশাসনকে উৎখাতের জন্য একধরণের গণভোট এটি। যাতে নেতৃত্ব দিচ্ছেন ৯২ বছর বয়সী ক্যারিশমাটিক নেতা ও নতুন মালয়েশিয়ার রূপকার মাহাথির।
মাহাথিরের বিরোধী জোটের দাবি, এবার তারা ক্ষমতাসীনদের ভোটে ভাগ বসাবে, জয় করবে প্রয়োজনীয় ১১২ আসন। গঠন করবে নতুন সরকার।
এতে অংশ নেবেন প্রায় দেড় কোটি ভোটার। ফল ঘোষিত হবে বৃহস্পতিবার মধ্যরাত নাগাদ। উচ্চকক্ষের ৭০টি আসনের সব নিয়োগপ্রাপ্ত, নির্বাচিত নয়।
Leave a reply