ভারতের ওড়িষা, অন্ধ্রপ্রদেশে দুপুরে আঘাত হানবে আসানি

|

ঘূর্ণিঝড় আসানির প্রভাবে ঝড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির কবলে ভারতের ওড়িষা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গ। এরইমধ্যে অন্ধ্রপ্রদেশের কাকিন্দা এবং বিশাখাপত্নমের উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে বাসিন্দাদের। একই চিত্র ওড়িষার পুরি ও গোপালপুরেও।

মঙ্গলবার (১০ মে) স্থানীয় সময় দুপুরের দিকে ঝড়টি আঘাত হানবে ওড়িষা ও অন্ধপ্রদেশে। প্রচণ্ড বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ওড়িষা, অন্ধ্রপ্রদেশের বিভিন্ন শহরে। স্থগিত করা হয়েছে রেল চলাচল। বন্ধ করা হয়েছে বিমানের ফ্লাইট।

আবহাওয়া দফতরের কর্মীদের পাশাপাশি মোতায়েন করা হয়েছে আধাসামরিক বাহিনীর সদস্যদেরও। এদিকে, ঘূর্ণিঝড় আসানির প্রভাবে ভারি বৃষ্টি ও দমকা বাতাসের কবলে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মিদনাপুর এবং হাওড়া।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply