গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বজ্রপাতের ঘটনায় মহর আলী (৩৫) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (০৯ মে) সকাল সাড়ে নয়টার দিকে ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের পূর্ব ছালুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মহর আলী উপজেলার উড়িয়া ইউনিয়নের কাবিলপুর গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে। মহর আলী পেশায় একজন শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানায়, সকালে মহর আলীসহ কয়েকজন শ্রমিক বাড়ির পাশে জমিতে ধান কাটছিল। এসময় বজ্রবৃষ্টি শুরু হলে অন্য শ্রমিকরা দ্রুত পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। কিন্তু মহর আলী পিছনে পড়ে গেলে হঠাৎ করে বজ্রপাত ঘটে। এতে বজ্রপাতে মহর আলী মাটিতে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহর আলীকে মৃত ঘোষণা করেন।
উদাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মহর আলীর লাশ উদ্ধার করেছে পরিবারের লোকজন। বিষয়টি পুলিশকে জানিয়ে লাশ দাফনের অনুমতি নেয়া হয়েছে।
Leave a reply