নিরলস সাহিত্য চর্চার জন্য পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীকে তার ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থের জন্য এই পুরস্কার দেয়া হয়েছে। সাধারণত সরল ও ব্যাঞ্জনা নির্ভর কবিতা লিখে থাকেন মমতা। যমুনার পাঠকদের জন্য মমতা ব্যানার্জির তিনটি কবিতা।
এপাং ওপাং ঝপাং
এপাং ওপাং ঝপাং
সুর ধরেছে পটাঙ
ব্যাঙ ডাকে গ্যাঙ গ্যাঙ
হাতির কতো বড় ঠ্যাং!
হামবা
হরে করো কমবা,
গরু ডাকে হামবা।
গর্জন করে অম্বা,
মা ডাকেন বুম্বা।
হরে করো কমবা.
ডোব্বা ডোব্বা রোব্বা,
হুড় হুড় করে হুম্বা,
তোবা তোবা আব্বা
গন্ধরাজ
গন্ধরাজ– গন্ধরাজ
তুমি কেন ফুলের রাজা ?
সব সময়ে পাওয়া না গেলে
তোমায় দেব অনেক সাজা l
আরও দেখুন: সাহিত্য চর্চায় নিরলস সাধনার জন্য বাংলা একাডেমির পুরস্কার পেলেন মমতা ব্যানার্জি
/এডব্লিউ
Leave a reply