দুদকের মামলায় সম্রাটের জামিন, মুক্তিতে বাধা নেই

|

ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১১ মে) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

সম্রাটের আইনজীবী জানান, চারটি মামলায়ই জামিন পেলেন তিনি। ফলে এখন আর মুক্তিতে বাধা নেই। আদেশ পৌঁছালে আজই মুক্তি পেয়ে বের হবেন তিনি।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, ৯ জুন পর্যন্ত তাকে সাময়িকভাবে মুক্তি দেয়া হয়েছে। অসুস্থতাজনিত কারণে মানবিক দিক বিবেচনা করে তাকে এ শর্তসাপেক্ষে জামিন দেয়া হয়েছে।

গেল ১০ এপ্রিল এক দিনেই দুই মামলায় জামিন পেয়েছিলেন ক্যাসিনোকাণ্ডে আলোচিত এই যুবলীগ নেতা। ২০১৯ সালের ৭ অক্টোবর সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করে র‍্যাব। পরে তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply