Site icon Jamuna Television

‘জুনের শেষ দিকে পদ্মা সেতুর উদ্বোধন, প্রধানমন্ত্রী সময় দিলে দিনক্ষণ চূড়ান্ত হবে’

আগামী জুনের শেষ দিকে পদ্মা সেতু উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী সময় দিলে দিনক্ষণ চূড়ান্ত হবে বলেও জানান তিনি।

বুধবার (১১ মে) রাজধানীর বনানীতে সেতু ভবনে সেতু কর্তৃপক্ষের সঙ্গে বোর্ড মিটিং শেষে এসব কথা জানান ওবায়দুল কাদের। বলেন, পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৯৩ ভাগ। পদ্মা সেতু নিয়ে ধোঁয়াশার কোনো কারণ নেই। মে মাসেই সকল কাজ শেষ হয়ে যাবে৷ টেকনিক্যাল সমস্যার কারণে পদ্মা সেতুতে রেল সংযোগের কাজ একসঙ্গে শুরু হচ্ছে না জানিয়ে বলেন, জুলাই থেকে রেলের কাজ শুরু হবে।

পদ্মাসেতুর জন্য ‘শেখ হাসিনা পদ্মাসেতু’ নাম প্রস্তাব করা হলেও প্রধানমন্ত্রী তাতে রাজি হচ্ছেন না বলে জানান সেতুমন্ত্রী। এছাড়া কর্ণফুলী টানেলের নির্মাণ কাজের অগ্রগতি ৮৫ শতাংশ বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।

/এমএন

Exit mobile version