আর আইপড তৈরি করবে না অ্যাপল

|

মাত্র ১ দশক আগেও প্রযুক্তিপ্রেমীদের কাছে আইপড ছিল একটি জনপ্রিয় ডিভাইস। গান শোনার জন্য অ্যাপলের পোর্টেবল আইপডের জনপ্রিয়তা ছিল বেশ তুঙ্গে। তবে অ্যাপল এবার ঘোষণা দিয়েছে তারা আর নতুন করে আইপড তৈরি করবে না। খবর এনডিটিভির।

অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস দুই দশক আগে সঙ্গীত প্রেমীদের সাথে আইপডের পরিচয় করিয়ে দেন। এই আইপডকেই অ্যাপলের জনপ্রিয়তা পাওয়ার অন্যতম একটি মাধ্যম হিসেবে মনে করা হয়। বর্তমান যুগের আইফোন আইপডের চাহিদাকে কমিয়ে দেবে বলে নিজেই স্বীকার করেছে অ্যাপল কর্তৃপক্ষ।

এছাড়া একটি ব্লগ পোস্টে অ্যাপল জানিয়েছে, বাজারে বর্তমান প্রজন্মের আইপডগুলোর সাপ্লাই থাকা পর্যন্তই কেবল এই ডিভাইসটি পাওয়া যাবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply