আইসিসির প্রণীত নতুন সূচিতে ২০২৩ সালের আগস্টে সাদা বলের ক্রিকেট খেলতে আফ্রিকা যাবে অস্ট্রেলিয়া। এই সফরে থাকছে পাঁচ ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ। ক্রিকইনফোর কাছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পরিচালক গ্রায়েম স্মিথ নিশ্চিত করেছেন এই তথ্য।
মূলত ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে টেস্টের বদলে সীমিত ওভারের আটটি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে দুই দল। এছাড়া এই সিদ্ধান্তে আর্থিক দিক থেকেও কোনো ক্ষতি হবে না দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের। ব্রিসবেন, মেলবোর্ন ও সিডনিতে অনুষ্ঠিত হবে সিরিজের তিন ম্যাচ।
এছাড়া একই সফরে বিশ্বকাপ সুপার লিগের তিনটি ওয়ানডে খেলবে প্রোটিয়ারা। এর আগে ২০২০ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার।
আরও পড়ুন: মুশফিক জানে কীভাবে খারাপ সময়কে পেছনে ফেলতে হয়: সিডন্স
/এম ই
Leave a reply