জমি নিয়ে বিরোধের কারণেই আপন তিন ছোটভাই মিলে নৃশংসভাবে খুন করেছে বড় ভাইকে। হবিগঞ্জ সদর থানার সুখচরে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।
বুধবার (১১ মে) দুপুরে সিলেট র্যাব-৯ এর সদর দফতরে এক সংবাদ সম্মেলনে জানানো হয় এই তথ্য। এই খুনের মামলার প্রধান ৩ আসামি, ছোট ৩ ভাইকে ঢাকা ও হবিগঞ্জের বাহুবল থেকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার মধ্যরাতে র্যাব-৯ এর পৃথক তিনটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জয়নাল মিয়াকে ঢাকার মগবাজার, বিলাল মিয়াকে কামরাঙ্গীরচর ও আকছির মিয়াকে হবিগঞ্জের বাহুবল থেকে গ্রেফতার করে। তিনজনের বাড়িই হবিগঞ্জ সদর উপজেলার সুখচর গ্রামে।
আরও পড়ুন: কু-প্রস্তাবে না; গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মোমিনুল হক জানান, আসামিরা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গেল ৬ মে দুপুরে পূর্বশত্রুতার জের ধরে আসামিরা ১৫-১৬ জন সহযোগীসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সুখচর গ্রামের শাহজাহান মিয়াকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ১৪ জনকে আসামি করে নিহতের স্ত্রী হবিগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
জেডআই/
Leave a reply