সিরাজগঞ্জে ৩৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

|

সিনিয়র রিপোর্টার, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে সয়াবিন, পামওয়েল তেল মজুদ করে উচ্চ মূল্যে বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩৭ হাজার লিটার তেল জব্দ এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে সলঙ্গা বাজারের রাজলক্ষী বাণিজ্য ভাণ্ডার ও দুলাল চন্ড কুন্ডু স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়।

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান রনি এ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় মজুদকৃত তেল ন্যায্যমূল্যে খোলা বাজারে বিক্রি করা হয়।

মাহমুদুল হাসান রনি বলেন, আমরা অভিযানে এসে খোলা তেল পেয়েছি প্রায় ৩৭ হাজার লিটার। দুই জায়গায় অভিযানে এক জায়গায় পেয়েছি ১০০ ব্যারেল এবং আরেক জায়গায় পেয়েছি ৮০ ব্যারেল তেল। ক্রেতা বেশে তাদের কাছে তেল চাইলে তারা বলেন কোনো তেল নেই। পরে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে এসব তেল জব্দ করা হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply