শপথ নিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে

|

রনিল বিক্রমাসিংহে। ছবি: সংগৃহীত।

ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার ২৬তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বিক্রমাসিংহে শ্রীলঙ্কার ২২৫ সদস্যের সংসদে ক্রস-পার্টি সমর্থনসহ একটি ঐক্য সরকারের প্রধান হয়েছেন। খবর শ্রীলঙ্কার গণমাধ্যম ডেইলি মিররের।

বৃহস্পতিবার (১২ মে) কলম্বোতে সহিংস বিক্ষোভের মধ্যে মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন বিক্রমাসিংকে। প্রধানমন্ত্রী হিসেবে কখনোই পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন না করা বিক্রমাসিংহে এবার ষষ্ঠবারের মতো দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন। প্রধানমন্ত্রী হিসেবে বিক্রমাসিংহের মেয়াদ ছয় মাস।

রনিল বিক্রমাসিংহে ১৯৯৩ সাল থেকে শ্রীলঙ্কা শাসন করেছেন এবং তাকে পশ্চিমাপন্থী মুক্তবাজার সংস্কারবাদী হিসেবে দেখা হয়। তার রয়েছে শক্তিশালী বৈশ্বিক পরিচিতি। এছাড়া তাকে একজন দক্ষ আলোচক হিসেবেও বিবেচনা করা হয়।

এর আগে ২০১৯ সালে, নেতৃত্বের সংকটের কারণে তার রাজনৈতিক দল বিভক্ত হয়ে যায় এবং দলের বেশিরভাগ সিনিয়র সদস্য একটি নতুন দল গঠন করে, যা এখন দেশটির প্রধান বিরোধী দল।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply