ইকুয়েডরের জায়গায় বিশ্বকাপ খেলবে চিলি? ফিফার তদন্ত শুরু

|

বায়রন কাস্তিলো। ছবি: সংগৃহীত

ইকুয়েডরের ফুটবলার বায়রন কাস্তিলোর জন্মস্থান ও জন্মতারিখ নিয়ে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে ফিফা। বিশ্বকাপ বাছাইয়ে চিলির করা অভিযোগে এই পদক্ষেপ নেয় আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ঘটনার সত্যতা মিললে কাতার বিশ্বকাপ খেলার যোগ্যতা হারাতে হতে পারে ইকুয়েডরকে। আর সেই জায়গা পেতে পারে চিলি।

চিলির ফুটবল ফেডারেশন দাবি জানিয়েছে, ১৯৯৫ সালে কলম্বিয়ায় জন্মগ্রহণ করেন বায়রন কাস্তিলো। চিলি অভিযোগ করেছে, ভুয়া পাসপোর্ট ও জন্মসনদ ব্যবহার করে বার্সেলোনার এই ফুটবলার বিশ্বকাপ বাচাইয়ে খেলেছেন ৮টি ম্যাচ। ঘটনার সত্যতা পাওয়া গেল বিপাকে পড়তে পারে ইকুয়েডর। দক্ষইণ আমেরিকার এই দেশটিকে সেক্ষেত্রে হারাতে হতে পারে কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা।

তবে বায়রন কাস্তিলোর ব্যাপারে চিলি ফুটবল ফেডারেশনের এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইকুয়েডর।

আরও পড়ুন: ডি ব্রুইনার চার গোলের ঝড়ে শিরোপার দ্বারপ্রান্তে ম্যান সিটি

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply