পাকিস্তানের বন্দর নগরী করাচিতে বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন এক পথচারী। বৃহস্পতিবারের ওই হামলায় গুরুতর আহত হয়েছেন আরও ১৩ জন। খবর বার্তা সংস্থা এপির।
খবরে বলা হয়, স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের কয়েকজনের অবস্থা মুমূর্ষু। এ ঘটনায় আরও প্রাণহানি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, একটি সাইকেলে রাখা ছিল বোমাটি। রিমোট কন্ট্রোলের মাধ্যমে এ বিস্ফোরণ ঘটানো হয়। মূল টার্গেট ছিল করাচি কোস্টগার্ড। হামলায় কোনো সদস্য হতাহত না হলেও একটি গাড়ি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
গেল মাসেই করাচি বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী হামলা চালান এক পিএইচডি শিক্ষার্থী। সেই ঘটনায় প্রাণ হারান চীনের ৩ নাগরিক। যার দায় স্বীকার করে নিষিদ্ধ ঘোষিত বালুচিস্তান লিবারেশন আর্মি।
আরও পড়ুন: নিহত আলজাজিরার সাংবাদিক শিরিনকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল
ইউএইচ/
Leave a reply