বাইডেনের এশিয়া সফরের আগে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে উত্তর কোরিয়া: হোয়াইট হাউস

|

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ মাসের শেষের দিকে এশিয়া সফরে যাওয়ার আগে ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (১২ মে) হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

সাকি বলেন, চলতি মাসের প্রথম দিকে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে। আশা করা হচ্ছে বাইডেন ২০-২৪ মে পর্যন্ত দক্ষিণ কোরিয়া এবং জাপান সফর করে কোরিয়ান ও জাপানি প্রতিপক্ষের সাথে আলোচনা করবেন।

সাকি আরও বলেন, বাইডেন কোরিয়ান ডিমিলিটারাইজড এলাকা সফরের কথাও চিন্তা করছেন। তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply