ইউক্রেন ছেড়েছে ৬০ লাখের বেশি মানুষ

|

ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬০ লাখেরও বেশি শরণার্থী ইউক্রেন ছেড়ে পালিয়েছে। বৃহস্পতিবার (১২ মে) জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানায়।

সংস্থাটির বরাত দিয়ে বিবিসি জানায়, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ১১ মে পর্যন্ত সর্বমোট ৬ লাখ ২৯ হাজার ৭৫০ জন শরণার্থী প্রতিবেশি দেশে আশ্রয় নিয়েছে এবং তা এখনও অব্যাহত আছে। সর্বাধিক শরণার্থীকে আশ্রয় দিয়েছে পোল্যান্ড।

সংস্থাটি বলছে, শরণার্থীদের শতকরা ৯০ ভাগই নারী ও শিশু। কিন্তু ইউক্রেনের ১৮ থেকে ৬০ বছর বয়সীরা নিজ দেশের সামরিক বাহিনীকে সহযোগিতা করতে দেশ ত্যাগ করেনি। তারা ইউক্রেনীয় সামরিক বাহিনীর সঙ্গে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনে রয়ে গেছে।

এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এক জরিপে বলা হয়, ৮০ লাখের মতো মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। শুধু মার্চ মাসেই ৩৪ লাখ ইউক্রেনীয় নিজেদের দেশ ছেড়ে পালিয়েছে। তবে এপ্রিলে এ সংখ্যা কমে ১৫ লাখে দাঁড়িয়েছে। মে মাসের শুরু থেকে প্রায় ৪ লাখ ৯৩ হাজার শরনার্থী বিদেশে আশ্রয় চেয়েছে।

জাতিসংঘের আনুমানিক হিসেব বলছে, এ বছর দেশটি থেকে আরও ৮০ লাখের বেশি মানুষের পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply