দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন করা হবে আজ।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্যাপ কেনেভেরাল থেকে স্থানীয় সময় বিকেল ৪টা ১২ মিনিট ও বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ১২ মিনিটে মহাকাশে ডানা মেলবে বঙ্গবন্ধু-ওয়ান স্যাটেলাইট। উৎক্ষেপন উপলক্ষে বাংলাদেশ থেকে ৩০ সদস্যের প্রতিনিধি দল ফ্লোরিডায় পৌঁছেছে। তাদের নেতৃত্ব দিচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।
এই স্যাটেলাইট ঘিরে জেগে উঠেছে বাণিজ্যিক সম্ভাবনা। এতে সম্প্রচারের কাজে কমবে বিদেশি স্যাটেলাইটের ওপর নির্ভরতা। কম মূল্যে সেবা পাবে স্থানীয় প্রতিষ্ঠান। তবে অন্য স্যাটেলাইটের সাথে বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা করাটাই বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন প্রযুক্তিবিদরা।
Leave a reply