গণতান্ত্রিক সরকারের দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল আফ্রিকার দেশ সুদান। বৃহস্পতিবার (১৩ মে) রাজধানী খার্তুমের রাজপথে নামে হাজারও সাধারণ মানুষ।
রয়টার্সের খবরে বলা হয়, মিছিল নিয়ে প্রেসিডেন্টের বাসভবনের দিকে অগ্রসর হয় আন্দোলনকারীরা। সেনাবাহিনীকে ক্ষমতা হস্তান্তরের দাবি জানায় তারা। সেসময় শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দেয় পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, রাবার বুলেট ছুড়লে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘাতের ঘটনা ঘটে।
গত বছরও একই দাবিতে তীব্র আন্দোলন ছড়ায় সুদানে। সেসময় নিরাপত্তা বাহিনীর গুলিতে বহু প্রাণহানির ঘটনা ঘটে।
/এডব্লিউ
Leave a reply