নতুন মৌসুমের জন্য জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের সাথে চুক্তি নবায়ন করছেন না রবার্ট লেভানদোভস্কি।এরই মধ্যে নিজের সিদ্ধান্ত ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন বলে নিশ্চিত করেছে স্কাই স্পোর্টস। সেই সাথে এই পোলিশ ফরোয়ার্ডের সম্ভাব্য গন্তব্য হিসেবে জোরেশোরেই শোনা যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার নাম।
গোল ডটকমে প্রকাশিত খবরে বলা হয়, বায়ার্ন মিউনিখের গোলমেশিন লেভানদোভস্কিকে রেখে দিতে অনেক আলোচনা চললেও জার্মান ক্লাবটি থেকে নেয়া হয়নি কোনো পদক্ষেপ। ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত না আসায় এই পোলিশ স্ট্রাইকার আগ্রহী হননি বায়ার্নের সাথে চুক্তি নবায়নের বিষয়ে।
চলতি মৌসুম শেষেই বায়ার্নের সাথে শেষ হচ্ছে লেভার চুক্তি। এরপর নতুন ঠিকানায় যেতে চান বলে জানিয়েছেন এই ফরোয়ার্ড। আর ব্যালন ডি’অর জয় করার জন্য স্প্যানিশ লা লিগায় যাওয়ার ব্যাপারে তাকে পরামর্শ দিয়েছেন তার এজেন্ট, এমন খবরও শোনা যাচ্ছে। আর সেখানেই চলে আসে বার্সেলোনার নাম। তবে আর্থিক দুরবস্থা এখনও কাটিয়ে উঠতে না পারা বার্সা তাদের ডেরায় লেভানদোভস্কিকে ভেড়াতে পারবে কিনা, সেটিই দেখার বিষয়।
আরও পড়ুন: প্রিমিয়ার লিগে এপ্রিলের সেরা রোনালদো
/এম ই
Leave a reply