মারা গেলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট

|

সংযুক্ত আরব আমিরাতের সদ্য প্রয়াত প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা গেছেন। শুক্রবার (১৩ মে) আমিরাতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ওয়াম এ তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। শেখ খলিফার মৃত্যুর পর তাৎক্ষণিকভাবে এখনও পরবর্তী প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হয়নি। খবর আল জাজিরার।

প্রেসিডেন্টের মৃত্যুতে দেশব্যাপী ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট বিষয়ক মন্ত্রণালয়। রাষ্ট্রীয় শোক চলাকালে দেশটির পতাকা অর্ধনমিত রাখা হবে এবং আগামী তিনদিন সকল মন্ত্রণালয়ের কার্যক্রম বন্ধ থাকবে।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন শেখ খলিফা। এর জেরে বহুদিন ধরেই জনসম্মুখে দেখা যায়নি তাকে। এ ছাড়া প্রেসিডেন্টের কোনো ছবিও প্রকাশ্যে আসেনি। ২০০৪ সালে বাবা শেষ জায়েদের স্থলাভিষিক্ত হন শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। এর প্রায় একদশক পর হৃদরোগে আক্রান্ত হলে জনসাধারণের থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যান তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply