দৃষ্টিবিভ্রম বা ‘অপ্টিক্যাল ইলিউশনের’ ছবি নেটমাধ্যমে এই মুহূর্তে অজস্র। মাঝেমাঝেই সেসব ভাইরাল হয়। ক্ষণিকের মজার জন্য এই ধরনের ধাঁধার সমাধান করতে ভালবাসেন অনেকেই। এবারও তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। ছবিটির নাম ‘পাজলড ফক্স’ বা বিভ্রান্ত শেয়াল।
ভাইরাল ছবিটিতে দেখা যাচ্ছে একটি জঙ্গল। সেখানে একটি শেয়াল গাছে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু শুধু শেয়াল নয়, ছবিটিতে লুকিয়ে রয়েছে আরও অন্তত ১৫টি পশু। ছবিটির শিল্পি কে তা নিয়ে বিতর্ক থাকলেও জানা যায়, ১৮৭২ সালে যুক্তরাষ্ট্রের কুরিয়ার ও ইভস এই ছবিটি তৈরি করেন। প্রায় ১৫০ বছর পরেও মানুষের মন জয় করে চলেছে ছবিটি।
মূলত রং ও আকারের দৃষ্টিভ্রমকে কাজে লাগিয়েই লুকিয়ে আছে পশুগুলি। তাই সবক’টি পশু খুঁজে পেতে ছবিটি দেখতে হবে মনোযোগ দিয়ে।
এসজেড/
Leave a reply