রাজধানীতে পুলিশি হেফাজতে আসামির মৃত্যুর অভিযোগ

|

নিহত মিজানুর রহমান।

রাজধানীতে পুলিশ হেফাজতে এক আসামির মৃত্যুর অভিযোগ উঠেছে। মিজানুর রহমান নামে ওই আসামিকে বৃহস্পতিবার (১২ মে) রাতে হাজারীবাগ থানা পুলিশ গ্রেফতার করে। তবে হাজারীবাগ থানার ওসি দাবি করেছেন, ইয়াবাসহ গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর মারা যান আসামি মিজান।

জানা যায়, গ্রেফতারের সময় হাজারীবাগ থানার এএসআই আজিজুল হক আসামি মিজানকে মারধর করে। গুরুতর আহত মিজানকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে স্বজনরা পুলিশি ঝামেলায় জড়াতে চাইছেন না। মিজানের স্ত্রীরও তার স্বামীর মৃত্যু নিয়ে কথা বলতে রাজি হননি। মিজানের বড় ভাই মজিবুর রহমান কান্না বিজড়িত কণ্ঠে বলেন, মারাই যখন গেছে, তখন আর এই নিয়ে কিছু করতে চাই না। উপরে আলাহ আছেন। আর কিছু বলার নাই আমার।

হাজারীবাগ থানার এএসআই আজিজুল হক।

হাজারীবাগ থানার ওসি মোক্তারুজ্জামান টেলিফোনে যমুনা নিউজকে জানান, মিজানের কাছে ইয়াবা পাওয়া গেছে। তাকে থানায় নিয়ে আসার সময় থানার গেটে পৌঁছলে অসুস্থ বোধ করতে থাকে মিজান, তার শরীর ঘামাতে থাকে। এরপর মিজানকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এর আগেও মিজানকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে তখন তাকে ছেড়ে দেয়া হয়।

আরও পড়ুন: কবর থেকে উঠে আসার গুজব: গাইবান্ধার সেই বৃদ্ধার পরিচয় শনাক্ত, আশ্রয়দাতার কাছে হস্তান্তর

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply