খবরটি যেন ভবিতব্যই ছিল। গতকাল (১২ মে) আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হলো, বার্সেলোনা থেকে পাকাপাকিভাবে অ্যাস্টন ভিলার খেলোয়াড় হয়ে গেছেন ব্রাজিলিয়ান প্লেমেকার ফিলিপে কৌতিনহো। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ২০ মিলিয়ন ইউরোতে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলায় চুক্তিবদ্ধ হয়েছেন ফর্মের সাথে লড়তে থাকা কৌতিনহো।
বার্সার চেয়ে অনেক কম বেতনে অ্যাস্টন ভিলায় খেলবেন তিনি। মৌসুম শেষ হওয়ার আগেই ২০২৬ পর্যন্ত কৌতিনহোর সাথে চুক্তির খবর প্রকাশ করেছে ভিলা।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে ব্রাজিলিয়ান এই ফুটবলারকে ধারে অ্যাস্টন ভিলায় খেলতে পাঠিয়েছিল বার্সা। সেখানে শর্ত ছিল, মৌসুম শেষে চাইলেই কৌতিনহোকে স্থায়ীভাবে কিনে নিতে পারবে স্টিভেন জেরার্ডের অ্যাস্টন ভিলা। সেই চুক্তিই কাজে লাগিয়েছে ইংলিশ ক্লাবটি। ২০১৮ সালের জানুয়ারিতে লিভারপুল থেকে ১৪২ মিলিয়ন ইউরো খরচ করে কৌতিনহোকে কিনেছিল বার্সা।
আরও পড়ুন: বায়ার্নে থাকবেন না লেভানদোভস্কি, যেতে পারেন বার্সায়
/এম ই
Leave a reply