ভারতের রাজধানী দিল্লিতে একটি চারতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৭ জন। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ১২ জন।
শুক্রবার (১৩ মে) স্থানীয় সময় বিকেল পৌনে ৫টার দিকে দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে চার তলা একটি ভবনে আগুন লাগে। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস রয়েছে সেখানে। অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে ২ শতাধিক মানুষ ছিল বলে জানিয়েছে এনডিটিভি। জানালা ভেঙে দড়ি দিয়ে উদ্ধার করা হয় আটকে পড়াদের অনেককে। জীবন বাঁচাতে লাফিয়েও পড়েন অনেকে। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অভিযোগ উঠেছে, ভবনটির যথাযথ নিরাপত্তা ব্যবস্থাও নিয়ে, দায়িত্বে গাফিলতির অভিযোগে আটকও করা হয়েছে দুজনকে। এ ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন তিনি।
/এডব্লিউ
Leave a reply