Site icon Jamuna Television

দুই দিন পর উদ্ধার সাগরে নেমে ভেসে যাওয়া পর্যটকের লাশ

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ সাইদুল ইসলাম জহির (২৮) নামে এক পর্যটকের মরদেহ দুইদিন পর মহেষখালী চ্যানেল থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ মে) দুপুরে মহেষখালী চ্যানেলের শাপলাপুর ঘাট থেকে পুলিশ তার মরদেহটি উদ্ধার করেন। ঘটনাস্থলে থাকা নিহতের ভাই জমির মরদেহটি তার ভাইয়ের বলে শনাক্ত করেন।

শুক্রবার দুপুরে পাঁচ বন্ধু কক্সবাজার ভ্রমণে গিয়ে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামেন। এসময় নিখোঁজ হন জহির। তাকে খুঁজে না পেয়ে বন্ধুরা বিষয়টি ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীদের জানানোর পর তারা বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন। অবশেষে দুদিন পর আজ মহেষখালী থেকে তার মরদেহটি খুঁজে পায় তারা।

মহেষখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই কক্সবাজার থেকে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকলে তাদেরকে মরদেহ হস্তান্তর করা হবে অন্যথায় ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

নিখোঁজ পর্যটকের বন্ধু সাকিব জানান, তারা পাঁচ বন্ধু গত শুত্রবার সকাল ১১টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া থেকে কক্সবাজারে পৌঁছেন। এরপর সবাই সাগরে গোসল করতে নামেন। খালাতো ভাই শামসুল ও জহির এক সাথে সাগরে নামেন। শামসুল গভীর পানিতে নেমে গেলেও জহির সাঁতার না জানায় সে পেছনে কোমর পানিতে ছিল। এর ঘণ্টাখানেক পর থেকে তারা জহিরকে খুঁজে না পেয়ে ট্যুরিস্ট পুলিশকে জানান।

দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ সদস্যরা সাগরে নিখোঁজের বিষয়টি বুঝতে না পেরে মাইকিং করে নিখোঁজ সংবাদ প্রচার করতে থাকে। কিন্তু তাৎক্ষণিক লাইফগার্ড কর্মীদের বিষয়টি জানানো হয়নি।

/এডব্লিউ

Exit mobile version