জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নিপীড়ণ দ্রুত বন্ধের আহ্বান জানালেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ৭২ তম সাধারণ অধিবেশনে এ আহ্বান জানান তিনি।
ভাষণে এরদোগান বলেন, এখনই এ হত্যাযজ্ঞ বন্ধ না হলে, ইতিহাসের ভয়াবহ হুমকিতে পড়বে বিশ্ব মানবতা। রোহিঙ্গাদের ওপর সেনা নিপীড়নকে জাতিগত নিধন আখ্যা দিয়ে এটি বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান ছিল তার কন্ঠে। সাধারণ পরিষদের ভাষণে রোহিঙ্গা ইস্যুতে কথা বলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। এদিকে অধিবেশনের বাইরে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সমালোচনা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। রাখাইনের হত্যাযজ্ঞের কারণে দেশটিতে সেনাদের প্রশিক্ষণ কর্মসূচিসহ সব ধরণের সামরিক সহায়তা স্থগিতের ঘোষণা দেন তিনি। সহিংসতা বন্ধে আহ্বান জানান দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চিকে।
Leave a reply