নন্দিতা রায় বলেছেন, অভিনেতা শিবুকে তত সুযোগ দেয়নি টালিগঞ্জ। যা দেয়ার আমিই দিয়েছি। টালিউডের এ নন্দিত পরিচালকের দাবি, ভালো চরিত্র পেলেই তিনি শিবপ্রসাদ শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে সুযোগ দেয়ার চেষ্টা করেন।
শনিবার (১৫ মে) আনন্দবাজার অনলাইনের লাইভ আড্ডা ‘অ-জানাকথা’য় এসব কথা বলেন নন্দিতা রায়। তার কথায় রীতিমতো ছিল আক্ষেপের সুর, আমারও মনে হয় ক্যামেরার পিছনে থাকতে থাকতে শিবুর অভিনয় প্রতিভা কিছুটা হলেও চাপা পড়ে গিয়েছে। টলিউডও সেভাবে ওকে ব্যবহার করেনি। কেন করেনি আমি জানি না।
অন্যদিকে, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের যুক্তি অবশ্য আলাদা। শিবুর কথায়, কোনও অভিনেতা ‘কণ্ঠ’র মতো ছবিতে অভিনয় করলে তার আর কোথাও অভিনয়ের দরকার নেই। এই সুযোগ যখন কোনও পরিচালকের থেকে পাওয়া যায়, তার থেকে ভালো আর কী হতে পারে! নন্দিতাদি আমায় ‘কণ্ঠ’-তে অর্জুন মল্লিকের চরিত্রে ভেবেছেন। এটাই বড় পাওনা।
/এমএন
Leave a reply