মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে হেলু জোয়ার্দার (৫৫) নামের এক কৃষক ও সদর উপজেলার তৈরঘরিয়া গ্রামে ঘরের দেয়াল ধ্বসে তাসিরন খাতুন (৭২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এসময় বজ্রপাতে ৬ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলার মোহাম্মদপুর ও সদর উপজেলার তেরঘরিয়া গ্রামে এঘটনা ঘটে।
এদিকে মেহেরপুর- চুয়াডাঙ্গা সড়কের বাড়াদী বাজারে শত বছরের পূরনো একটি গাছ সড়কের উপড়ে পড়ে চার ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় গাছটি সড়ক থেকে অপসারণের পরে আবারো যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়। এসময় মোহাম্মদপুর গ্রামের হেলু জোয়াদার গ্রামের একটি মাঠে কাজ করছিলো। আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। অপর দিকে ঝড় ও বৃষ্টির সময় নিজ ঘরে অবস্থান করছিলেন সদর উপজেলার তৈরঘরিয়া গ্রামে তাসিরন খাতুন। এসময় ঘরের দেয়াল ধ্বসে তার মৃত্যু হয়।
Leave a reply