সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ড ও সুইডেনের অর্ন্তভূক্তির ওপর ভেটো দিবে না তুরস্ক- এমন আশাবাদ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র জোট।
রোববার (১৫ মে) ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো ন্যাটোর সদস্য হতে আনুষ্ঠানিক আবেদন করার পর এমন আশাবাদ ব্যক্ত করে যুক্তরাষ্টও তার মিত্ররা।
একই দিন, সুইডেনের ক্ষমতাসীন সুইডিশ সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টিও নেয় জোটে যোগদানের ঐতিহাসিক সিদ্ধান্ত। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ হামলার পর নর্ডিক দেশগুলো ন্যাটোর সদস্য হবার আগ্রহ প্রকাশ করে।
কিন্তু, জার্মানিতে চলমান ন্যাটোর সম্মেলনে এমন পদক্ষেপের ঘোর বিরোধিতা করে তুরস্ক। অনুমোদনের জন্য বেঁধে দেয় দুটি শর্ত। সেগুলো হলো- সামরিক জোটে থাকতে চাইলে পিকেকে এবং ওয়াইপিজি’র মতো সন্ত্রাসী সংগঠনকে সমর্থন দেয়া যাবে না। শুধু তাই নয়, তুরস্কের ওপর থেকে তুলে নিতে হবে সকল ধরনের অস্ত্র নিষেধাজ্ঞা।
প্রসঙ্গত, সদস্য পদ পেতে ন্যাটোর বিধিমালা অনুসারে, সদস্য হতে চায় এমন দেশগুলোকে প্রত্যেক সদস্যরাষ্ট্রের অনুমতি নিতে হবে।
/এসএইচ
Leave a reply