চলতি বছরের ‘সুপার মুন’ দেখলো বিশ্ব। বিশাল আকৃতির চাঁদটি সবচেয়ে ভালোভাবে দেখা গেছে গ্রিস থেকে। সোমবারই (১৬ মে) গ্রিসের আকাশে দেখা গেছে এক খণ্ড লাল রঙা চাঁদ। খবর ডেইলি সাবার।
এ দিন সুপার মুন দেখতে ৫ শতকের সময়কালে তৈরি একটি প্রাচীন মন্দির এলাকাকে বেছে নেন সেখানকার মানুষ। সেখান থেকে চাঁদকে খুব কাছে দেখা যায়। স্থানীয়দের কাছে এই চাঁদটি ‘ফ্লাওয়ার মুন’ হিসেবে পরিচিত।
স্থানীয়রা বলছেন, গ্রিসে বেশির ভাগ ফুল ফোটে মে মাসে। আর এই চাঁদটি অনেকটা ফুলের মতো মনে হয়। তাই এর নাম দেয়া হয়েছে ফ্লাওয়ার মুন। নাসা বলছে, বেশির ভাগ সুপার মুনই দেখা যায় মে মাসে। এ সময় কক্ষপথের খুব কাছে চলে আসে চাঁদ, তাই পৃথিবী থেকে অনেক বড় দেখায় চাঁদটি।
এসজেড/
Leave a reply