Site icon Jamuna Television

টাকার দাম আরও কমেছে

মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আরও ৮০ পয়সা কমলো বাংলাদেশ ব্যাংক। একদিনে টাকার মান কমার হিসাবে এটিই সর্বোচ্চ। এর ফলে সোমবার (১৬ মে) আন্তঃব্যাংক বিনিময় হার প্রতি ডলারে দাঁড়িয়েছে ৮৭ টাকা ৫০ পয়সায়, যা আগে ছিল ৮৬ টাকা ৭০ পয়সা।

অভ্যন্তরীণ বাজারে ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় বাজার স্থিতিশীল করতে কেন্দ্রীয় ব্যাংক আবারও টাকার অবমূল্যায়ন করেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১৬ মে পর্যন্ত ব্যাংকিং খাতে প্রায় ৫.১ বিলিয়ন বিক্রি করেছে বলেও জানায় কর্তৃপক্ষ।

এর আগে ১০ই মে বাংলাদেশি মুদ্রার ২৫ পয়সা অবমূল্যায়ন করা হয়েছিল, তখন ডলার প্রতি বিনিময় হার ছিল ৮৬.৭০ টাকা। গত জানুয়ারিতে বিনিময় হার ছিল প্রতি ডলার ৮৬ টাকা।

/এডব্লিউ

Exit mobile version