Site icon Jamuna Television

ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধির মায়ের মরদেহ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর শহরের নিজ বাসা থেকে ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি আমির খসরুর মা সিতারা হালিমের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শহরের সিআই পাড়ায় ওই সাংবাদিকের পৈতৃক বাসা খেকে সোমবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কারণ, তার গলায় ক্ষত এবং ঘটনাস্থলে দুটি রশি পাওয়া যায়। আসবাবপত্র এলোমেলো থাকলেও তেমন মূল্যবান কিছু চুরি হয়নি বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, ওই বাড়িতে একাই থাকতেন তিনি। আজ সকালে তার বাসায় রংমিস্ত্রী কাজ করতে এসে তাকে ডাকাডাকি করেও সারা পাননি। পরে প্রতিবেশীদের খবর দিলে তারা পেছনের একটি খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকে তাকে মেঝেতে পরে থাকতে দেখেন। পরে পুলিশ সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ইউএইচ/

Exit mobile version