এডিস মশার লার্ভা নির্মূলে ডিএনসিসি’র বিশেষ অভিযান শুরু

|

এডিস মশার লার্ভা নির্মূলে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ৫৪টি ওয়ার্ডে এ অভিযান চলবে ১০ দিন।

মঙ্গলবার (১৭ মে) সকালে রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবউদ্দিন আহমদ পার্কে কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা। এ সময় তিনি বলেন, এডিসের লার্ভা নির্মূলে আইন প্রয়োগে কোনো ছাড় দেয়া হবে না। সবাই সচেতন না হলে কোনোভাবেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যাবে না।

বাসাবাড়ির বিভিন্ন স্থানে জমে থাকা পানি ফেলে দেয়ার আহ্বান জানান তিনি। অভিযানের প্রথম দিনে দুইটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভার সন্ধান পাওয়া যায়। এ দুইটি বাড়িকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। বিশেষ এই অভিযানে কাজ করবে প্রায় ৪ হাজার মশক ও পরিচ্ছন্নতা কর্মী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply