বিশ্রামে তামিম, খারাপ সময় লম্বা করে বোল্ড মুমিনুল

|

ছবি: সংগৃহীত

বিশাল এক উদ্বোধনী জুটির পর কিছুটা যেন খেই হারিয়েছে বাংলাদেশের ইনিংস। নাজমুল হোসেন শান্তর পর অধিনায়ক মুমিনুল হকও ফিরে গেছেন কনকাশন বদলি কাসুন রাজিথার বলে বোল্ড হয়ে। আর দারুণ গরমে ক্র্যাম্পের কারণে আহত অবসর সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। ৩য় দিনের ৩য় সেশনে প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২৪৩ রান।

সেঞ্চুরি অর্জনের পর ধীরেসুস্থেই খেলেছেন তামিম ইকবাল। জয় ও শান্তর বিদায়ের পর ব্যাট হাতে খারাপ সময় দীর্ঘায়িত করে মুমিনুল হকও ফিরে গেলে সাবধানী হতেই হয় তামিমকে। রাজিথার করা রাউন্ড দ্য উইকেট থেকে অ্যাঙ্গেলে ভেতরে ঢুকে যাওয়া বলটি ডিফেন্ড করার চেষ্টা করলেও ব্যাট আর প্যাডের বিশাল ফাঁক দিয়ে ঢুকে ভেঙে দেয় মুমিনুলের স্ট্যাম্প। ১৯ স্থায়ী ইনিংসে মুমিনুলের সংগ্রহ মাত্র ২ রান।

রাজিথার বলে বোল্ড মুমিনুল।

এরপর মুশফিকুর রহিমের সাথে ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে চা বিরতিতে যান তামিম। কিন্তু প্রচণ্ড গরম ও উচ্চ আর্দ্রতায় ক্র্যাম্প হয় তামিমের। ১৩৩ রান নিয়ে বিশ্রামে যান তামিম। বিরতির পর তার জায়গায় ব্যাট করতে আসেন লিটন দাস। মুশফিকুর রহিম ২৫ এবং লিটন ব্যাট করছেন ১২ রান নিয়ে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply