সিলেটে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের উপর হামলা, ওসিসহ আহত ২

|

সিলেট ব্যুরো:

সিলেটে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের উপর হামলা চালানো হয়েছে। এতে কোতোয়ালী থানার ওসিসহ দুইজন আহত হয়েছেন। এঘটনায় পুলিশ জামায়াত-শিবিরের দুইজনকে আটক করেছে।

মঙ্গলবার (১৭ মে) দুপুরে নগরীর জেলরোড পয়েন্টে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জোহরের নামাজের পর নগরীর বন্দরবাজারস্থ আবু তুরাব জামে মসজিদ থেকে মিছিল বের করে জামায়াত-শিবির। মিছিলটি জেলরোডে আসার পর পুলিশি বাধার সম্মুখীন হয়। এ সময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলায় কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ও বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ নিশু লাল দে আহত হন। পরে পুলিশ ধাওয়া করে জামায়াত-শিবিরের দুই নেতাকর্মীকে আটক করে।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, মিছিল থেকে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা পুলিশের উপর হামলা চালায়। তাদের হামলায় কোতোয়ালী থানার ওসি ও বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ আহত হয়েছেন। আর দুই নেতাকর্মীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply